ধামইরহাটে ইরি-বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে অভ্যন্তরীণ ইরি-বোরো ধান ও চাউল সংগ্রহ ২০১৯-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ১৩ মে বিকেল সাড়ে ৪টায় ধামইরহাট খাদ্য গোদামে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন।

এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, পৌর মেয়র আমিনুর রহমান, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকারসহ বিভিন্ন কৃষক ও মিল মালিকগণ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির জানান, চলতি মৌসুমে ২৬ টাকা কেজি দরে ৫০৮ মেট্রিক টন ধান ও ৩৬ টাকা দরে ১৫০৮ মেট্রিক টন চাল সংগ্রহ করা হবে। কৃষকরা যাতে করে নির্বিঘ্নে চাল ও ধান দিতে পারে সে বিষয়ে সাংসদ শহীদুজ্জামান সরকার গুদাম কর্মকর্তা ও খাদ্য নিয়ন্ত্রককে নির্দেশনা প্রদান করেন।

Similar Posts

error: Content is protected !!