ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ৮টি ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আ’লীগ নেতা ওবায়দুল হক সরকারসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, উপজেলা প্রকৌশলী আলী হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।