ধামইরহাটে আওয়ামী লীগের ইফতার মাহফিল অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজ মাঠে উপজেলার ৮টি ইউনিয়নের সর্বস্তরের নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবেক উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি মো. দেলদার হোসেন, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, আ’লীগ নেতা ওবায়দুল হক সরকারসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ, উপজেলা প্রকৌশলী আলী হোসেনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!