কটিয়াদীতে নার্স তানিয়া ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

রাজীব সরকার পলাশ, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ।।

কটিয়াদীতে তানিয়াকে গণধর্ষণ ও হত্যার প্রতিবাদে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ মে ২০১৯) সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেইট সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন, স্বাস্থ্য বিভাগের (অবঃ) উপ-পরিচালক ডাঃ মোঃ আবদুল মুক্তাদির ভূইয়া, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ তাজরিনা তৈয়ব, কটিয়াদী বাজার বনিক সমিতির সভাপতি মোঃ শফিকুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী সমিতির প্রতিনিধি মৌলানা সাঈদ আহম্মদ, কটিয়াদী সমাচার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, রেনেসাঁ ডায়াগোনস্টিক সেন্টারের পরিচালক মোঃ সাদেক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ সমিতির সভাপতি হাদিউল ইসলাম, ব্যবসায়ী ফারুক আহম্মেদ প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তাগণ পলাতক আসামিসহ দোষীদের বিচারের আওতায় এনে দ্রুত এবং দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান।

Similar Posts

error: Content is protected !!