আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের বাজিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে ২০১৯) সকালে উপজেলার সরারচর বাজারে এ দুর্ঘটনা ঘটে। রাজ্জাক উপজেলার দক্ষিণ সরারচর গ্রামের মৃত বাদল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, সকালে সরারচর বাজারের পিরোজপুর রোডে পিডিবির লাইনে বিদ্যুত সংযোগের কাজ করতে যান রাজ্জাক। এসময় তিনি অসাবধানতায় বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উপর থেকে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সরারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহসিন মিয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র : বাংলানিউজ