ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে অবৈধভাবে ভারত থেকে আসা ৮টি গরু উদ্ধার করেছে ধামইরহাট থানা পুলিশ। আটককৃত গরুগুলি পত্নীতলা কাস্টমসে জমা দেয়া হয়। মামলা নং-৩৪/১৯, তারিখঃ ১৬/০৫/১৯ ইং।
জানা গেছে, উপজেলার আলমপুর ইউনিয়নের দক্ষিণ শিববাটি এলাকায় মফিজের বাড়ির সামনে বাঁশ ঝাড়ে ভারত থেকে চোরাইপথে কিছু গরু নিয়ে আসা হয়েছে এমন গোপন সংবাদের প্রেক্ষিতে ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলামের নেতৃত্বে এসআই আমিরুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স দিনভর অভিযান চালিয়ে ৮টি গরু উদ্ধার করে।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা আগেই ঘটনাস্থল থেকে চম্পট দেয়। গরু ৮টির মূল্য ধরা হয়েছে ৩ লক্ষ টাকা। পরে আটককৃত গরুগুলি পত্নীতলা কাস্টমসে নিয়মিত মামলা রুজুর মাধ্যমে জমা দেয়া হয়েছে বলে জানায় পুলিশ।