ধামইরহাটে কৃষকের পাশে দাঁড়ালো শিক্ষক-শিক্ষার্থী-সাংবাদিক ও সরকারি কর্মকর্তা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

সারা দেশের মতো নওগাঁর ধামইরহাটে শ্রমিক সংকটে কৃষকরা তাদের ঘাম ঝরানো ফসল যখন মাঠ থেকে আনতে পারছেন না, ঠিক সেই সময় স্থানীয় কৃষি অফিস ও সামাজিক সংগঠন পাশে দাঁড়িয়েছে ভুক্তভোগী কৃষকদের পাশে।

১৮ মে সকাল ৭টায় কৃষি কর্মকর্তা সেলিম রেজা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, দেখাবো আলোর পথের সভাপতি ও উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ ও প্রাণের হাসি সংগঠনের সম্পাদক আবু সাইদ, অ্যাডভোকেট আইয়ুব হোসেন, সাংবাদিক হারুন আল রশিদসহ প্রায় ১৫-২০ জন শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও আইনজীবি ঘাড়ে গামছা নিয়ে দুপুর ১২টা পর্যন্ত বিহারীনগর মাঠে গরীব কৃষক আজিজার রহমানের ধান কর্তন করেন।

উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা বলেন, আমরা আগামী ১০ দিন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতা নিয়ে প্রতিদিন ১ বেলা করে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ার উদ্যোগ গ্রহণ করেছি, যাতে করে কৃষকরা তাদের কষ্টের ফসল ঘরে তুলতে পারেন।

উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায় বলেন, বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। আর আমাদের বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। সেই হেতু সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের ব্যতিক্রমী এমন উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

Similar Posts

error: Content is protected !!