ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “আস্থার হাত”-এর আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ১৮ মে দুপুর ১২টায় পালকি টেলিকম সেন্টারে কমিটির উপদেষ্টা ও ধামইরহাট শিল্পকলা একাডেমীর সংগীত প্রশিক্ষক, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির রাজশাহী বিভাগীয় সমন্বয়ক মোস্তফা কামাল চৌধুরী জিন্না গুরু এ কমিটি ঘোষণা করেন।
কমিটিতে শিল্প-সাহিত্যের কাগজ পালকি’র সম্পাদক কবি অরিন্দম মাহমুদকে (ডাবলু) আহ্বায়ক ও গৌরব প্রসাদ সাহাকে যুগ্ম আহ্বায়ক করে কমিটি ঘোষণা প্রদান করা হয়।
এ সময় সিনিয়র সাংবাদিক আব্দুল মালেক সরদার, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুমুছা স্বপন, সদস্য আবু সাইদ, শামীম রেজা, আলমগীর কবিরসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।