মাহমুদ আল আজাদ, হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি ।।
হাটহাজারীতে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আলম (৩৮) নামের এক মাদক সম্রাটকে আটক করেছে মডেল থানা পুলিশ। শুক্রবার (১৭ মে) দিবাগত রাত দেড়টার দিকে ফতেপুর মদনহাট এলাকার দুল্লাইপাড়া থেকে গ্রেফতার করে। আটককৃত সাজাপ্রাপ্ত ব্যক্তি গড়দুয়ারা ইউনিয়নস্থ রাজ্জাক সওঃ বাড়ির কবির আহমদের পুত্র। মামলা নং ৪/ ৩-২০০৮ইং।
অভিযান পরিচালনাকারী পুলিশ পরিদর্শক মোঃ আনিস আল মাহমুদ জানান, গতকাল রাতে সংবাদ পেয়ে থানার ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তার আত্মীয়র বাড়ি মদনহাট থেকে আটক করি। তার বিরুদ্ধে মাদকের মামলাও রয়েছে। সাজাপ্রাপ্ত হয়ে মামলায় দীর্ঘদিন পলাতক ছিল। এলাকায় মাদক ব্যবসাসহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িতও ছিল বলে জানান। আটককৃত সাজাপ্রাপ্ত আসামিকে শনিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
মডেল থানার ওসি বেলাল উদ্দিন জাহাঙ্গীর প্রতিবেদকে জানান, মাদক সম্রাট আলমকে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে।