এভোকেডো
মূল : গ্যারি স্নাইডার
ভাষান্তর : বদরুজ্জামান আলমগীর
এভোকেডোর সঙ্গে ধর্মের খুব মিল।
এর কিছু অংশ একেবারে
তুলতুলে পাকা
কিন্তু নষ্ট নয়, ভালো।
আবার কিছু অংশ একদম শক্ত
আর ঝিমঝিমে সবুজ
কিন্তু ফেলনা নয়- কেউ কেউ
এদিকটাও পছন্দ করে-
যারা অতিসিদ্ধ ডিম শখ করে
খায়- তারা এভোকেডোর
শক্ত দিকে খুশি হয়।
মিহি বাকলের নিচে
কোমল- পোক্ত এভোকেডোর
মাঝ বরাবর
নির্ণিমেষ গোলাকার বীজ-
ঠিক যেন তোমার অকৃত্রিম
নির্মোহ স্বভাব
নির্ভেজাল আর মসৃণ,
এক নিরিবিলি বীজ- কেউ
একে ফাটিয়ে আরো
ভিতরে তাকিয়ে দেখে না।
দেখতে কিন্তু বেশ লাগে-
গোলাকার, মসৃণ, আর
পিচ্ছিল, মনে হবে
মাটিতে রুয়ে চারা তুলি না
কেন!
কিন্তু গোলাকৃতি আর পিচ্ছিল
বলে কোনদিক দিয়ে যে আঙুল
গলিয়ে বাইরে ফসকে যায়!
English version : Avocado