নিকলীতে অগ্নিকাণ্ড, ৪টি বসতঘর পুড়ে গেছে

সংবাদদাতা ।।
নিকলীতে আগুন লেগে ৪টি বসতঘর পুড়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে ২ দিনমজুর। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি আনুমানিক রাত ৯টায় উপজেলার কারপাশা ইউনিয়নের মজলিশপুর গ্রামের বড়হাটির হাবু ও কাশেম মিয়ার বাড়িতে অগ্নিকাণ্ড ঘটে।
এলাকাবাসী জানান, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তাদের একমাত্র সম্বল ৪টি বসতঘর পুড়ে ছাই ভস্ম হয়ে যায়। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ছুটে আসে। এবং প্রয়োজনীয় উপকরণ দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দিনমজুর হাবু মিয়া জানান, আগুনে ঘরসহ প্রয়োজনীয় খাদ্য-বস্ত্র পুড়ে যায়। এতে প্রায় ২ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার খবর পেয়ে শুক্রবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম আগুনে পুড়ে যাওয়া স্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে তিনি সরকারি সাহায্য দেয়ার আশ্বাস দেন।

সংসদ সদস্য আফজাল হোসেনের পক্ষে ক্ষতিগ্রস্তদের কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ
সংসদ সদস্য আফজাল হোসেনের পক্ষে কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ

নিকলী-বাজিতপুর আসনের সংসদ সদস্য আলহাজ আফজাল হোসেনের পক্ষে বিকালে ক্ষতিগ্রস্তদের কম্বল বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক ভূইয়া, সহ-সভাপতি হাজী নূরুল আমিন, নিকলী সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কফিল উদ্দীন আহমদ প্রমুখ।

Similar Posts

error: Content is protected !!