ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে “ধামইরহাট উপজেলা প্রেস ক্লাব”-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২০ মে (মঙ্গলবার) সন্ধ্যায় উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপনের সভাপতিত্বে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি সংলগ্ন উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রকৌশলী আলী হোসেন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, পল্লী বিদ্যুতের এজিএম হানিফ রেজা, অফিসার ইনচার্জ জাকিরুল ইসলাম, এস আই আমিরুল ইসলাম, চকময়রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদ্যু, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবু ইউসুফ বদিউজ্জামান বকুল, বন্ধন-এর আঞ্চলিক ব্যবস্থাপক মকবুল হোসেন, এ্যাড. আইয়ুব হোসেন, জেলা বিশেষ শাখার প্রতিনিধি মো. নাসিম, প্রধান শিক্ষক কে এম নুরুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা সংগীত গুরু এমকে চৌধুরী জিন্নাহ, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক মোতারফ হোসেন মুকুল, শামীম রেজা, অরিন্দম মাহমুদ রেজুয়ান আলম, রাসেল মাহমুদ, মেহেদী হাসান উজ্জল, তাওসিফ ইসলাম, ইমতিয়াজ আহম্মেদ, আব্দুল্লাহেল বাকী, প্রাণের হাসি সংগঠনের সম্পাদক আবু সাইদ, ব্যবসায়ী মুন্নাফ হাসানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।