ধামইরহাটে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে সরাসরি কৃষকের কাছ থেকে ধান সংগ্রহ শুরু হয়েছে। মঙ্গলবার (২১ মে ২০১৯) বিকেল ৫টায় উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক আমিনুল কবির, আওয়ামী লীগ নেতা ওবায়দুল হক সরকার, উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা এম কে চৌধুরী জিন্নাহ, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাংবাদিক হারুন আল রশীদ রাসেল মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, এ উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় অনুপাতিক হারে প্রত্যেকটি ইউনিয়ন থেকে সরাসরি কৃষকের নিকট থেকে ৫০৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।

Similar Posts

error: Content is protected !!