বিশেষ প্রতিনিধি ।।
বুধবার (২২ মে ২০১৯) সন্ধ্যায় র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের মাদকবিরোধী অভিযানে নিকলী হাসপাতাল মোড় এলাকা থেকে কারার পলক আহম্মেদ (২২) নামে একজনকে ১০০ পিস ইয়াবাসহ আটক করেছে র্যাব।
আটক হওয়া কারার পলক আহম্মেদ নিকলী উপজেলা সদরের ধোপাহাটি গ্রামের কারার শহীদের ছেলে। পলক দীর্ঘদিন ধরে নিকলীতে ইয়াবার ব্যবসা করে আসছিল বলে র্যাব জানায়।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি জসিম উদ্দিন এই আটক অভিযানের নেতৃত্ব দেন।
র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক এএসপি জসিম উদ্দিন জানান, মাদক নির্মূলের ক্ষেত্রে কিশোরগঞ্জ র্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বুধবার (২২ মে ২০১৯) সন্ধ্যা ৬টায় তারা নিকলী হাসপাতাল মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযানে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী কারার পলক আহম্মেদকে আটক করা হয়। আটক হওয়া পলক আহম্মেদ র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে নিকলীতে মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
এ ঘটনায় কারার পলকের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার নিকলী থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও এএসপি জসিম উদ্দিন জানিয়েছেন।