সাফায়াত ইসলাম ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলায় মাদকবিরোধী অভিযানে দামপাড়া থেকে জোবাইদ (২৪) নামে একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নিকলী থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে নিকলী দক্ষিণ দামপাড়া গ্রামে যায়। সেখান থেকে মাদক ব্যবসায়ী জোবাইদকে গ্রেফতার করেছে নিকলী থানার পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩৫ পিস ইয়াবা উদ্ধার করে।
গ্রেফতারকৃত জোবাইদ নিকলী দক্ষিণ দামপাড়া গ্রামের হাজী লবু মিয়ার ছেলে।
এ ঘটনায় গ্রেফতারকৃত জোবাইদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকবিরোধী আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে জানান নিকলী থানার ওসি নাছির উদ্দিন ভূঁইয়া।