একুশে বইমেলায় কবি হাসানাত লোকমানের অক্ষরের নক্ষত্র দীপাবলি

আবদুল্লাহ আল মহসিন ।।
নব্বই দশকের অন্যতম কবি হাসানাত লোকমানের নতুন কবিতার বই “অক্ষরের নক্ষত্র দীপাবলী” এবারের একুশে বইমেলায় প্রকাশ পেয়েছে। এক আনন্দঘন পরিবেশে বইটির মোড়ক উম্মোচন করা হয়। বিশিষ্ট চিত্রশিল্পী ধ্রুব এষ বইটির প্রচ্ছদ এঁকেছেন। মেলার ২০১ নং আবিস্কার স্টলে পাওয়া যাবে। কবি হাসানাত লোকমান একজন প্রতিশ্রুতিশীল রোমান্টিক শক্তিমান কবি। তিনি কিশোরগন্জের নিকলী উপজেলার ষাইটধার গ্রামে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি সরকারী কর্মকর্তা। সিভিল সার্ভিস উপ-সচিব মর্যাদায় কর্মরত।

Similar Posts

error: Content is protected !!