ধামইরহাটে দুঃস্থ মানবতার সেবা সংস্থার অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে দুঃস্থ মানবতার সেবা সংস্থার (ডিএমএসএস)-এর আয়োজনে সরকারি-বেসরকারি সংস্থা ও এনজিও এবং বিভিন্ন স্টেকহোল্ডারদের নিয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

২২ মে সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়ের সভাপতিত্বে অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী মণ্ডল, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এমরান আলী, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম খেলাল ই রব্বানী, এনজিও সমন্বয় ফোরামের সভাপতি ও বন্ধনের আরএম মকবুল হোসেন, এসআই মহসিন আলী, পিআইও ইস্রাফিল আলম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, সংস্থার প্রশিক্ষক বিলকিছ আরা খানমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এ সময় ডিএসএসএস’র প্রশিক্ষক শারমিন সুলতানা নিপা সংস্থার বায়োগ্যাস প্লান্ট, সোলার হোম সিস্টেম, দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ বিষয়ে আলোকপাত করেন। এ সংস্থার আওতায় ধামইরহাট উপজেলায় ১ হাজারেরও অধিক নারী যার মধ্যে ৭০ ভাগ অবহেলিত আদিবাসীদের নিয়ে তাদের জীবন মান উন্নয়নে ভূমিকা রাখছে দুঃস্থ মানবতার সেবা সংস্থা।

Similar Posts

error: Content is protected !!