মো: হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প ২০১৭-১৮ অর্থবছরের অবকাঠামো উপ-প্রকল্পের অধীনে জায়কা, উপজেলা পরিষদের বাস্তবায়নে উপজেলার মাধ্যমিক, নিম্নমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ও দাখিল মাদ্রাসায় ৪৪৭ সেট উঁচু নিচু প্লাস্টিকের ছাউনি, ৮টি উচ্চ বিদ্যালয়, ২ নিম্নমাধ্যমিক বিদ্যালয় ও ৫টি দাখিল মাদ্রাসায় এসব বেঞ্চ বিতরণ করে।
যে সমস্ত প্রতিষ্ঠান বেঞ্চ পেয়েছে তা হলো নিকলী জি সি পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়, দামপাড়া কে এম উচ্চ বিদ্যালয়, এ বি নুরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়, জারইতলা উচ্চ বিদ্যালয়, মজলিশপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়, রসুলপুর হানিফ ভূঞা উচ্চ বিদ্যালয় ও ছাতিরচর উচ্চ বিদ্যালয়। সিংপুর আফিল উদ্দিন নিম্নমাধ্যমিক ও গুরই আদর্শ নিম্নমাধ্যমিক বিদ্যালয়।
মাদ্রাসাগুলো হলো বেয়াতিরচর, ডুবি শরিয়ত উল্লাহ, নানশ্রী সিংগারপাড় আদর্শ, টেংগুরিয়া হাজী আহম্মদ আলী, মোহরকোনা আশরাফিয়া দাখিল মাদ্রাসা।
সোমবার দুপুর ১টার সময় উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের হাতে এসব বেঞ্চ তুলে দেয়া হয়। এসময় নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুজ্জামান হাবিব, উপজেলা ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রেজিয়া আক্তার, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর প্রকৌশলী দুর্গারানী সাহা উপস্থিত ছিলেন।