ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের মাঝে সাড়ে ৮ লক্ষাধিক টাকার অনুদান প্রদান

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠিদের মাঝে সাড়ে ৮ লক্ষাধিক টাকার অনুদান প্রদান করা হয়েছে।

২৮ মে বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সমাজসেবা কাযালয়ের আয়োজনে সমাজকল্যাণ পরিষদ হতে প্রাপ্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের এককালীন অনুদান হিসেবে ৭৯ জনের মধ্যে ৩ লাখ ৯৬ হাজার, ক্ষুদ্র নৃ-গোষ্ঠি শিক্ষা উপবৃত্তির ৬৮ জনকে ৩ লাখ ৪০ হাজার ও অসুস্থ্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠি পরিবারের মাঝে এককালীন ১০ জনকে ৫০ হাজার করে মোট ৮ লাখ ৮৬ হাজার টাকার অনুদান প্রদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি।

ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে এ সময় উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, সাবিনা এক্কা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইস্রাফিল হোসেন, ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।

Similar Posts

error: Content is protected !!