সংবাদদাতা ।।
হাওর কৃষক ও মৎসজীবী জোটের ২দিনব্যাপী প্রশিক্ষণ গ্রহণ সম্পন্ন হয়েছে। MTCP-2 নামের একটি সংস্থার ব্যবস্থাপনায় দ্বীপ জেলা ভোলার চরফ্যাশন উপজেলার কোস্ট ট্রাস্ট আবাসিক প্রশিক্ষণ কেন্দ্রে জোটের সদস্যদের প্রশিক্ষণ গ্রহণ অনুষ্ঠিত হয়। জোটের পক্ষ থেকে জানানো হয়, প্রশিক্ষণে অর্জিত শিক্ষা কিশোরগন্জের হাওর উপজেলা নিকলীর কৃষক ও মৎসজীবীদের মাঝে প্রয়োগ করা হবে। কৃষকদের ধারণা দেওয়া হবে কি ভাবে দেশী উন্নত বীজ সংরক্ষণ করা যায়। আরো জানানো হবে অতিমাত্রায় কীটনাশক প্রয়োগে জনস্বাস্থ্যের কি ভাবে ক্ষতি হয়, ও কিভাবে কৃষক কম সার ও পানি প্রয়োগ করে উৎপাদন খরচ কমিয়ে ভালো ফলন পেতে পারেন। সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, এ জন্য তারা খুব দ্রুত উপজেলায় একটি মতবিনিময় সভার আয়োজন করবেন এবং এতে তৃণমূল থেকে কৃষক, কৃষিজীবী, মৎসজীবী, কৃষি শ্রমিক ও জনপ্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে।