মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি ।।
শুক্রবার (৩১ মে ২০১৯) উপজেলার স্থানীয় বুল্লা বাজার সংলগ্ন হযরত শাহ বায়েজিদ (রা.) একাডেমিক ভবনে লাখাই রিপোর্টার্স ইউনিটি (এলআরইউ) কমিটির পুনর্গঠন, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাহার উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লাখাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমরান হোসেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গাজী শাহজাহান চিশতী, প্রেসক্লাব সাধারণ সম্পদক (একাংশ) ও আমাদের সময় প্রতিনিধি আবুল কাশেম, এলআরইউ অর্থ সম্পাদক যায়যায়দিন ও “আমাদের নিকলী ডটকম” প্রতিনিধি এসএম মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মদ রিপন, কৃষকলীগ নেতা গিয়াস উদ্দিন প্রমুখ।
সাধারণ সম্পাদক বিল্লাল আহম্মদের পরিচালনায় শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ যোবাইর আহম্মদ, মোনাজাত পরিচালনা করেন প্রচার সম্পাদক মাওলানা তোফাজ্জল হক।
এ সময় বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।