মোমিন মেহেদীর রাজনৈতিক ছড়া সহ ঈদ কার্ড
দিন শেষ জুলুমের-দ্বন্দের
দিন শুরু অন্যায় বন্ধের
শুরু হলো আনন্দ ছন্দের
‘বিজয় বাংলাদেশ’ বলতে
সাহসের সাথে পথ চলতে
শুরু হলো পাথরও গলতে
এক হলো লাখো প্রান হাসিতে
মানুষকে ভালোবাসাবাসিতে
নতুনধারার সুর বাঁশিতে
অধিকার রক্ষার জন্য
জীবন দিয়েও হতে ধন্য
তৈরি বীরেরা আজ অনন্য
এই বীর নত শির করে না
দুর্নীতি দিয়ে কিছু গড়ে না
শপথ করেছে তাই সরে না…
এভাবে বাংলাদেশের মাটি ও মানুষের না বলা কথাগুলোকে ছড়ায় লিপিবদ্ধ করে রাজনৈতিকধারা
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী ঈদকার্ড পাঠাচ্ছেন বিভিন্ন মহলে। কার্ডটি প্রসঙ্গে তিনি বলেছেন, যে দেশে শত শত কোটি টাকা ব্যাংক থেকে লোনের নামে নিয়ে লোপাট হওয়ার সুযোগ করে দেয়া হয়, যে দেশে রাতের আঁধারে ভোটাধিকার লুট হয়; সে দেশে সত্যিকারের সাহসী মানুষ পাওয়া অনেক কষ্টের। তবু বাংলাদেশকে-বাংলাদেশের মানুষকে ভালোবেসে সাড়ে সাত লক্ষ মানুষ সম্পৃক্ত হয়েছে নতুনধারার রাজনীতিতে। তাদেরকে সাথে নিয়েই একের পর এক ঘাত প্রতিঘাত মাড়িয়ে এগিয়ে যাবো বলে এমন নিরন্তর সত্য কথাগুলো লিখেছি।
৩৩ তোপখানা রোডস্থ ধারার চেয়ারম্যান-এর কার্যালয় থেকে গণ ভবন, বঙ্গভবন, রাষ্ট্রদূতদের কার্যালয় সহ বিভিন্ন বরেণ্য ব্যক্তিদের কাছে এ কার্ড পাঠানো হয়েছে বলে জানিয়েছেন নতুনধারার সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। সংবাদ বিজ্ঞপ্তি