খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
বৃহস্পতিবার (৬ জুন ২০১৯) কিশোরগঞ্জের নিকলীতে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। নিকলীর আলো নামের একটি অনলাইন সংগঠনের আয়োজনে শিমূল শপিং কমপ্লেক্সের শহরবানু কমিউনিটি সেন্টারে এ সম্মাননা দেয়া হয়।
মুর্শিদ আলী মাস্টারের সভাপতিত্বে সম্মাননা অনুষ্ঠানে নিকলীর সন্তান ও বাংলাদেশ সুপ্রীমকোর্টের (হাইকোর্ট বিভাগ) বিচারপতি আমির হোসেন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি নোয়াখালী জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক হাছিনা রৌশন জাহান, বাংলাদেশ কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট-চট্টগ্রামের মহাপরিচালক শফিকুল ইসলাম, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত যুগ্ম সচিব এএইচএম লোকমান, নাটোর জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ, কিশোরগঞ্জ গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ আরজ আলীসহ দেশের গুরুত্বপূর্ণ পদালংকারী এ উপজেলার কৃতি ব্যক্তিত্ব সম্মাননা অনুষ্ঠানকে অলংকৃত করেন।
বক্তব্য রাখেন নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি, ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ২২ ইঞ্জিনিয়ার ব্যাটলিয়ানের লেফটেন্যান্ট সানজিদা ইয়াসমিন প্রমুখ।
সংগঠনটি শিক্ষায় আবদুল হামিদ হেড মাস্টার, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধে মতিয়র রহমান বীরবিক্রম, ক্রীড়া ও সংস্কৃতিতে শৈলেশ দেবনাথকে মরণোত্তর সম্মাননা প্রদান করে। এছাড়া তরুণ উদ্যোক্তা এনআরবি ব্যাংকের পরিচালক এএম চৌধুরী মামুন, রিমিন এন্টারপ্রাইজ ঢাকার স্বাত্ত্বাধিকারী শফিকুল আলম রাজন, সমাজ সেবায় নিকলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিকলী আওয়ামীলীগ সম্পাদক কারার সাইফুল ইসলাম, কবিতা ও সাহিত্যে গবেষক প্রিন্স রফিক খান, উপজেলার সফল পিতা-মাতা মুক্তিযোদ্ধা আবদুল হামিদ-সুফিয়া, মুক্তিযোদ্ধা দেবদাস সাহা-বেলী সাহা, নবী হোসেন-রহিমা জুটিকে সম্মাননা প্রদান করেন। বিচারপতি আমির হোসেন, সাবেক সচিব কারার মাহমুদুল হাসান, বিচারক হাছিনা রৌশন জাহান, কাস্টমস শফিকুল ইসলাম, এএইচএম লোকমান, লেফটেন্যান্ট সানজিদা ইয়াসমিন, মামুনুর রশীদ, ব্যারিস্টার মাহাবুব মোর্শেদ খানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সংগঠনটির এডমিন কামরুল হাসান জানান, ভালো উদ্যোগেই আমাদের পথ চলার পাথেয়। সকলের সহযোগিতা পেলে এমন উদ্যোগ চলমান থাকবে।