আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের মিঠামইনে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দীন ইসলাম নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। শনিবার (৮ জুন ২০১৯) সকালে উপজেলার কাটখাল ইউনিয়নের হাসিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দীন ইসলাম হাসিমপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে হবিগঞ্জের আজমিরিগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এলাকায় আধিপত্য নিয়ে হাসিমপুর গ্রামের মিজান গ্রুপ ও হাসেন আলী গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের মধ্যে একাধিক মামলা-মোকদ্দমা রয়েছে। ঈদের পরদিন ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে ফের বিরোধ দেখা দেয়। এর জের ধরে শনিবার সকাল ৯টার দিকে মাইকে ঘোষণা দিয়ে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন। এর মধ্যে টেঁটাবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান মিজান গ্রুপের দীন ইসলাম। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির রব্বানী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
সূত্র : জাগো নিউজ