ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে চৌঘাট আদিবাসী পল্লীতে ১১৯তম উলগুনানের মহানায়ক বিরসা মুন্ডা দিবস পালিত হয়েছে। আদিবাসী নেতা জগন্নাথ পাহানের সভাপতিত্বে ৯ জুন বেলা ১১ টায় আলমপুর ইউনিয়ন মুন্ডাসহ আদিবাসী কমিউনিটির উদ্যোগে ও ইউনিয়ন ফেডারেশনের সহযাগিতায় বিরসা মুন্ডা দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান।
অনুষ্ঠানে বিরসা মুন্ডার পরিচিতি পাঠ করেন অনিল পাহান ও বিরসা মুন্ডার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোকপাত করেন আশ্রয় (রাজশাহী)র ডিজিএম হোপনা কিস্কু।
এ সময় ফেডারেশন সমন্বয়কারী অপূর্ব তালুকদার, আদিবাসী সংগঠক প্রভাশ টুডু, আলমপুর ইউনিয়ন ফেডারেশনের সভাপতি রোজিনা বেগম, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন, ইউপি সদস্য রবিউল ইসলাম, উপজেলা পারগানা সম্পাদক খুরশীদ পাহান, সঞ্চালক কৃষ্ণ পাহান প্রমুখ বক্তব্য রাখেন।
আলোচনায় বক্তাগণ ১৮৭৫ সালে জন্মগ্রহণ ও ১৯০০ সালে মৃত্যুবরণকারী বিট্রিশবিরোধী আন্দোলনের অন্যতম নেতা বিরসা মুন্ডার ভূমিকা গুরুত্বের সাথে স্মরণ করেন।