শেখ মোবারক হোসাইন সাদী, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের ভবাণীপুর গ্রামে মামার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আঁখি সূত্রধর (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (১০ জুন ২০১৯) দুপুর আড়াইটার দিকে উপজেলার ভবাণীপুর গ্রামে এ ঘটনা ঘটে। আঁখি সূত্রধর কুলিয়ারচর উপজেলার ছয়সূতি গ্রামের বিমল সূত্রধরের মেয়ে।
কয়েকদিন আগে আঁখি সূত্রধর নিকলী উপজেলার সদর ইউনিয়নের ভবাণীপুর গ্রামে মামা বিধান সূত্রধরের বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুর ২টার দিকে মামার বাড়ির পাশে সোয়াইজনি নদীতে সবার চোখের আড়ালে পানিতে পড়ে যায়। এক পর্যায়ে আঁখি পানিতে ডুবে যায়।
পরে আড়াইটার সময় তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।