নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন, বাজেটের নামে বিড়ম্বনা চাপিয়ে দিবেন না। কল্পনার বাজেট জনগণ চায় না। জনগণের চাহিদা কৃষক-শ্রমিক-নারী-শিশু-শিক্ষার্থীবান্ধব বাজেট। তারা রাজনীতির নামে যেমন অপরাজনীতি চায় না; তেমনি বাজেটের নামে বিড়ম্বনাও চায় না। নতুনধারা বাংলাদেশ এনডিবি ঢাকা মহানগরের উত্তরের সহ-সভাপতি আসাদুজ্জামানের সভাপতিত্বে “বাজেট হোক কল্যাণময়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
১৩ জুন বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মোঘল দরবার-এ অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা। বক্তব্য রাখেন নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, হরিদাস সরকার, কেন্দ্রীয় সদস্য এডভোকেট চয়নিকা চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন। সংবাদ বিজ্ঞপ্তি