জেলা-উপজেলায় মোমিন মেহেদীর রাজনৈতিক কর্মসূচি

“যদি অমানুষ হোন নীরব থাকুন-মানুষ হলে সাহসে ডাকুন” শ্লোগানকে সামনে রেখে জেলা-উপজেলায় মোমিন মেহেদীর রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির রাজনীতিকগণ। ১৪ জুন বিকেল ৩টায় তোপখানা রোডস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা বলেন, ২০১৭ সালের ৩১ ডিসেম্বর নতুনধারা বাংলাদেশ-এনডিবি Representation of the People order, 1972(P.O.No.155 of 1972)-Gi Article 90A এর অধীন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য দরখাস্তর পাশাপাশি সকল নিয়ম মেনে গঠনতন্ত্র, নির্বাচনী ইশতেহার, বিধিমালা, পতাকা ও লগোর ছবি, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, ক্ষমতাপত্র, ট্রেজারারী চালান (সোনালী ব্যাংক, ২১৫)-এর কপি, ৪১ জেলা ও ১০২ উপজেলা দপ্তর সমূহের ঠিকানা-কমিটি, বাড়ি ভাড়ার চুক্তিপত্র/ভাড়া প্রদান রশিদ; ব্যাংক একাউন্ট নং (জনতা ব্যাংক, তোপখানা রোড-০১০১১৫৬৬৯৮১৬) এবং তহবিলের উৎস বিবরণ; এলাকা ভিত্তিক কমপক্ষে ২ শত ভোটারের স্বাক্ষর সহ জমা দিয়েছি। প্রতিক হিসেবে ‘গাছের চারা’ চেয়েছি। কেবলমাত্র দুর্নীতির কারণে নতুনধারা বাংলাদেশ এনডিবির মত সক্রিয় রজনৈতিকধারা নিবন্ধিত না হয়ে ভারত থেকে পাকিস্তান থেকে উৎপাদিত অর্থে ও কৌশলের রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। নতুনধারার সকল কমিটির পাশাপাশি সারাদেশের জেলা-উপজেলায় রাজনৈতিক এই কর্মসূচী ভোট ও ভাতের অধিকার আদায়ের জন্য নিবেদিত নেতাকর্মী সংগঠিত করবে।

এসময় উপস্থিত ছিলেন নতুনধারা বাংলাদেশ এনডিবির ভাইস চেয়ারমাান চন্দন সেনগুপ্ত, সাংগঠনিক সম্পাদক গোলাম ওয়াজেদ সরকার রানা, হরিদাস সরকার, কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী পাপিয়া আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় নেতৃবৃন্দ অনুষ্ঠানিকভাবে নতুন পোস্টার ও ফেস্টুন-এর প্রচারও উদ্বোধন করেন। সংবাদ বিজ্ঞপ্তি

Similar Posts

error: Content is protected !!