কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।
কটিয়াদী উপজেলার বনগ্রাম স্কুল মাঠে গতকাল শুক্রবার (১৪ জুন ২০১৯) বীর মুক্তিযোদ্ধা সরকার শাহাবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। প্রথম খেলায় মুমুরদি একাদশকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়েছে নিকলী একাদশ।
বীর মুক্তিযোদ্ধা সরকার শাহাবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় নিকলী একাদশ ও মুমুরদি একাদশ। এদিনের খেলায় প্রথমার্ধ্বে মুমুরদি একাদশ ১ গোলে (১-০) এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধ্বে নিকলী একাদশের সোহাগ হোসেন নৈপুণ্য দেখিয়ে গোল শোধ করে (১-১) সমতায় ফেরান। নির্ধারিত সময়ে কোনো দলই আর গোলের দেখা না পেলে খেলা গড়ায় টাইব্রেকারে।
নিকলী একাদশের পক্ষে টাইব্রেকারে শট নিতে এসে পাঁচজনের মধ্যে চারজনই বল জালে ফেলতে সক্ষম হন। গোল করেন সোহাগ হোসেন, কারার চমক, ইয়াসিন ও রাতুল। পক্ষান্তরে মুমুরদি একাদশের পক্ষে ৫টি শটের মধ্যে ২টি শট লক্ষ খুঁজে পায়। ফলাফল নিকলী একাদশ ৪-২ ব্যবধানে জয়লাভ করে।
উদ্বোধনী দিনে বীর মুক্তিযোদ্ধা সরকার শাহাবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার তুলে নেন নিকলী একাদশের সোহাগ হোসেন। তার হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কটিয়াদী উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল হক আইন উদ্দিন।
নিকলী একাদশের পক্ষে যারা খেলেছেন- হাফিজুল (গোল কিপার), রাতুল, সোহাগ হোসেন, মোল্লা, রোকন হাসান, লালন, ইয়াসিন, হেমিন, কারার চমক, মীর কাশেম, মোঃ আমির (অধিনায়ক)। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে সাইড লাইনে ছিলেন- সোহাগ, সুজন, মেনডিস। কোচের দায়িত্ব পালন করেন মোকলেসুর রহমান মান্না। দলের ব্যবস্থাপনায় ছিলেন মোকারম হোসেন। উপদেষ্টা ছিলেন জুয়েল রানা ও আহারদ্দি মাস্টার।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সরকার শাহাবুদ্দিন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে নিকলী একাদশের পরবর্তী ম্যাচ ৪ জুলাই বৃহস্পতিবার। প্রতিপক্ষ পুলেরঘাট ভূইয়া ফুটবল একাডেমী।