ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বিজিবির পৃথক দু’টি অভিযানে ২৯৯ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ জাহিদ হাসান, পিবিজিএম, জি+ জানান, ১৪ জুন দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির শিমুলতলী ও আগ্রাদ্বিগুন বিওপির চৌকশ বিজিবি টহলদল অভিযান চালায়।
এ সময় টহল কমান্ডার সুবেদার রহমত উল্লাহ ও টহল কমান্ডার নায়েক সুবেদার মোস্তাক হোসেনের যৌথ অভিযানে আগ্রাদ্বিগুন বিওপির অধীন মহেশপুর এলাকা থেকে ২২০ বোতল ও শিমুলতলী বিওপির অধীন মনোহরপুর নামক স্থান থেকে ৭৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ধামইরহাট থানায় ৬ জনকে পলাতক দেখিয়ে পৃথক দু’টি মামলা দায়ের করা হয়।