ধামইরহাটে বালুভর্তি ট্রাক্টরের ধাক্কায় জখম ৩

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে বালুভর্তি (মেসি) ট্রাক্টরের ধাক্কায় ভ্যান চালকসহ ৩ জন জখম হয়েছে। ১৭ জুন সোমবার সাড়ে ১০টার দিকে এম এম কলেজ সংলগ্ন উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে অল্প বয়সী চালক চম্পট দেয়। জখমীদের অবস্থা বেগতিক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুভর্তি একটি ট্রাক্টর (মেসি) আত্রাই নদী হতে ধামইরহাট আসাকালে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে একটি ভ্যানকে ধাক্কা দিলে ভ্যানটি যাত্রীসহ ছিটকে পড়ে যায়। এ সময় ভ্যানচালক রুপনারায়নপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আজিজার রহমান (৫০) এর ডান পায়ে, ভ্যানের যাত্রী বাখরপুর গ্রামের মমেজ উদ্দিনের স্ত্রী রোকেয়া (৫৫) এর মাথা ও বাম হাতে এবং ট্রাক্টরের হেলপার বেনীদুয়ার গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে আইজুল ওরফে ধলাইয়ের বাম পায়ের উরুতে গুরুত্বর আঘাতপ্রাপ্ত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ধামইরহাট হাসপাতালে নিলে তাদের অবস্থা বেগতিক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের জয়পুরহাট সদরে রেফার্ড করেন। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের অভিযোগ অল্প বয়সী ও অনভিজ্ঞ আনাড়ি তরুন যুবকদের দিয়ে এসব গাড়ি চালানোর কারণে যত্রতত্র দুর্ঘটনার প্রকোপ দিন দিন বাড়ছে, আইন সঠিক প্রয়োগই পারে এসব দুর্ঘটনা রোধ করতে।

Similar Posts

error: Content is protected !!