ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে মিথ্যা মামলা দিয়ে হয়রারির প্রতিবাদে মোসাঃ আকলিমা খানমের বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী। বুধবার সকাল ১১টায় ধামইরহাট উপজেলা পরিষদের সামনে জাহানপুর গ্রামের স্থায়ী বাসিন্দারা একত্রিত হয়ে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে প্রায় ওই এলাকার ৩ শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে এলাকাবাসী ও ভুক্তভোগীদের মধ্যে অভিযোগ তুলে ধরে অভিযুক্তের আপন সহোদর ভাই মাসুদ রানা ও চাচাতো ভাই মাহফুজার লিটন তাদের বক্তব্যে অভিযোগ করেন, উপজেলার ৬ নং জাহানপুর ইউনিয়নের মৃত আবুল হোসেনের মেয়ে আকলিমা খানম একজন বদ স্বভাবের মেয়ে, তুচ্ছ ঘটনাকে নিয়ে বিভিন্ন মামলা দিয়ে হয়রানী, অকথ্য ভাষায় গালি-গালাজ, অল্পতেই নিজে নিজেই বিবস্ত্র হয়ে মানুষকে ফাঁসানোর চেষ্টাসহ নানা অভিযোগ গ্রামবাসী। অনেকেই তার মিথ্যা মামলার শিকার হয়ে হয়রারি, জেল-জুলুম, বিচারের মাধ্যমে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন অনেকবার।
অভিযুক্ত আকলিমার বিরুদ্ধে বাড়ি জবর-দখলের অভিযোগও করেন ভুক্তভোগীরা। ইতিপূর্বে ধামইরহাট থানায় এ বিষয়ে জিডি করেছেন গ্রামবাসীরা।
এ বিষয়ে গ্রামে বিতর্কিত মহিলা অভিযুক্ত আকলিমার সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, আমি টাকা দিয়েছি, কিন্তু আমাকে জমি রেজিস্ট্রি না দেয়ায় আমি ওই বাড়িটি দখলে নিয়েছি। এলাকার এতগুলো লোক কেন ক্ষিপ্ত এমন প্রশ্নের জবাবে তিনি প্রতিবেদককে গ্রামবাসীর বিরুদ্ধে অশ্রাব্য ও অশ্লীল ভাষায় মন্তব্য করেন।
ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, আকলিমা খাতুনের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধনের বিষয়টি আমার জানা নেই।
সবশেষে তারা জেলা প্রশাসক ও নওগাঁ পুলিশ সুপার বরাবরে অভিযোগের কপি পাঠিয়েছেন বলে অভিযোগকারী মাহফুজার রহমান লিটন জানান।