আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় স্বামী ও স্ত্রীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২১ জুন ২০১৯) বিকেলে উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের চানপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবু বাক্কার (২৬) ও তার স্ত্রী হিমা আক্তার (২৩)। তারা চানপুর গ্রামের বাসিন্দা। নিহত আবু বাক্কার পেশায় রিকশাচালক ছিলেন।
উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান চঞ্চল সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
করিমগঞ্জ থানার ওসি মো. মমিনুল ইসলাম জানান, সুপরিকল্পিতভাবে এই জোড়া খুনের ঘটনাটি ঘটানো হয়েছে। রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এছাড়া নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
সূত্র : বাংলানিউজ