বজ্রপাতে নিহতের পরিবারকে অনুদান দিলেন মুজিবুর রহমান ইকবাল

কারার ইমরান মাহাদী নিয়ন, নিজস্ব প্রতিনিধি ।।

নিকলীতে বজ্রপাতে গত বৃহস্পতিবার (২০ জুন ২০১৯) ভোরে উপজেলা সদরের মোহরকোনা গ্রামের এলহাস মিয়া (৪৫) নামে একজনের মৃত্যু হয়েছে। তার বাবার নাম রহিম উদ্দিন। তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। একই দিন আসরের নামাজের পর জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানাজায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল, নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আবু সাঈদ, সহ-সভাপতি ডা. কফিল উদ্দিন আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অল কাইয়ুম, বাজিতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কারার শাহরিয়ার আহমেদ, নিকলী যুবদল নেতা কারার ইকতার আহম্মেদ আরিফসহ আরো অনেকে।

জানাজা শেষে বিএনপি নেতা শেখ মুজিবুর রহমান ইকবালের ব্যক্তিগত তহবিল থেকে মরহুম এলহাস মিয়ার পরিবারের হাতে ২০ হাজার টাকার অনুদান তুলে দেন। সেই সাথে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং পরিবারের সকল সদস্যের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেন।

উল্লেখ্য, নিহত এলহাস মিয়া আরো ৩জন সহ প্রতিদিনের মতো মাছ ধরতে নৌকায় করে বরুলিয়া হাওরে যাচ্ছিলেন। পথিমধ্যে ঘোড়াউত্রা নদীতে বজ্রপাতের ঘটনায় এলহাস মিয়াসহ নৌকার সবাই অজ্ঞান হয়ে পড়েন। পার্শ্ববর্তী অপর নৌকা থেকে লোকজন এসে তাদের উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এলহাস মিয়াকে মৃত ঘোষণা করেন।

Similar Posts

error: Content is protected !!