মো: হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।
কিশোরগঞ্জের নিকলী উপজেলাস্থ নানশ্রী পূর্বহাটি গ্রামের রিপন মিয়ার ছেলে জুনায়েদ (৬)। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পুকুরে দুপুর বেলা গোসল করতে গিয়ে শিশুটি পানিতে ডুবে যায়।
জুনায়েদ নিখোঁজ হওয়ার পর আত্মীয়-স্বজন বিভিন্ন জায়গায় তালাশ করতে শুরু করে। এবং গ্রামের মসজিদে মাইকিং করে বিষয়টি এলাকাবাসীকে জানানো হয়। কিছুক্ষণ পর লোকজন গোসল করতে গেলে পুকুরে জুনায়েদের লাশ ভেসে থাকতে দেখে।
তাৎক্ষণিক উপস্থিত এলাকাবাসী শিশুটির লাশ পানি থেকে উদ্ধার করেন। স্থানীয় বেশ কয়েকজন জানান, এমন মৌসুমে প্রতিবছর এ পুকুরে শিশু ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে।