“পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকায় সামাজিক অপরাধ দমন সম্ভব”

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন সকাল ১০টায় থানা চত্বরে ওসি জাকিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন বলেন, পুরুষের পাশাপাশি নারীদের ভূমিকায় সামাজিক অপরাধ দমন সম্ভব।

এ সময় অতিরিক্তি পুলিশ সুপার ফারজানা ইয়াসমিন, কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক এটিএম বদিউল আলম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক অরিন্দম মাহমুদ, রেজুয়ান আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় প্রধান শিক্ষক আকতার বানুকে আহ্বায়ক ও নারীনেত্রী আঞ্জুয়ারাকে সদস্যসচিব করে মহিলা কমিউনিটি পুলিশিং-এর আহ্বায়ক কমিটি ঘোষণা করেন পুলিশ সুপার ইকবাল হোসেন।

Similar Posts

error: Content is protected !!