খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০১৯ উপলক্ষে নিকলীতে বুধবার (২৬ জুন ২০১৯) সকালে মানববন্ধন, র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
নিকলী উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত দিবসটির অংশ হিসাবে সকাল ১১টায় প্রথমে উপজেলা পরিষদের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনটি র্যালিতে পরিণত হয়ে মাদকবিরোধী নানারকম শ্লোগানে হাসপাতাল চৌরাস্তা পর্যন্ত প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভাকক্ষে শেষ হয়।
এ সময় নিকলী উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে ও জাইকা সমন্বয়ক দূর্গা রাণী সাহার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ এম রুহুল কুদ্দুস ভূইয়া জনি উপস্থিত ছিলেন।
বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিফাত, নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু বকর সিদ্দিক, নিকলী থানা পুলিশ ইনচার্জ মো. নাসির উদ্দিন ভূইয়া প্রমুখ।