অনলাইন প্রেস ইউনিটির উদ্যেগে বাজেটে সংবাদকর্মীদের জন্য বিশেষ তহবিল রাখার দাবীসহ সংবাদকর্মী সমাবেশে বক্তারা বলেছেন, আমরা সাংবাদিকবান্ধব বাজেট চাই। কেননা, জাতির আয়না সংবাদকর্মীরা ভালো থাকলেই ভালো থাকবে বাংলাদেশ- এগিয়ে যাবে প্রতিদিন-প্রতিক্ষণ।
২৬ জুন বিকেলে মেহেরবা প্লাজাস্থ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন শেখ হাসিনার মুক্তি আন্দোলনে আইনী লড়াইকারী অ্যাডভোকেট কাজী এম সাজাওয়ার হোসেন। প্রধান আলোচক ছিলেন প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী। বিশেষ অতিথি ছিলেন উপদেষ্টা অ্যাডভোকেট নূরনবী পাটোয়ারী ও ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা।
অনলাইন প্রেস ইউনিটির ভাইস চেয়ারম্যান আজগর আলী মানিকের সভপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সদস্য এনকে সোহেল, ঢাকা মহানগর উত্তরের নবনির্বাচিত সভাপতি উজ্জল ভূইয়া ও সাধারণ সম্পাদক কৌশিক আহমেদ, সহ-সম্পাদক কাজী হাসান, সাংগঠনিক সম্পাদক দ্বীন ইসলাম, রাশেদ মামুন, বাদল দাস, সোনারগাঁও শাখার সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান ইমরান, কামরুল ইসলাম সবুজ প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি