নিকলীতে টেকসই উন্নয়ন বাস্তবায়ন কর্মশালা

খাইরুল মোমেন স্বপন, বিশেষ প্রতিনিধি ।।

স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন ২০১৯) সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজন করে উপজেলা প্রশাসন, নিকলী।

গভর্নেস ইনভেশন ইউনিট (জিআইইউ) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহযোগিতায় একদিনের কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তার। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসফিয়া সিফাতের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) দুলাল চন্দ্র সূত্রধর, বিশেষ অতিথি নিকলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসান মো. রুহুল কুদ্দুস ভূইয়া, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মতিয়র রহমান উপস্থিত ছিলেন।

নিকলী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হক আয়াজ, রেজিয়া আক্তারসহ উপজেলায় কর্মরত এনজিও, সরকারি দপ্তর প্রধানগণ, সংবাদকর্মী, ব্যবসায়ী ও শিক্ষার্থিবৃন্দ অংশগ্রহণ করেন। কর্মশালায় স্থানীয় সম্পদ সম্ভাবনা, সমস্যা ও উত্তরণ উপায় নিয়ে ৮টি দল প্রতিবেদন জমা দেন। এর মধ্যে হাওর পর্যটন ঘোষিত নিকলীর দ্রুত বাস্তবায়ন প্রাধান্য পায়।

Similar Posts

error: Content is protected !!