বাজিতপুরে দুই দিনব্যাপী বিদ্যুৎ সেবা সপ্তাহ

বাজিতপুর সংবাদদাতা ।।

“শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগানকে সামনে রেখে গত বুধবার ও বৃহস্পতিবার দুই দিনব্যাপী বিদ্যুৎ সেবা সপ্তাহ চলছে বাজিতপুর বিদ্যুৎ নির্বাহী প্রকৌশলীর দপ্তরে।

বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, গত কয়েক বছরে ২০ হাজার বিদ্যুৎ গ্রাহকের নিকট ১৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া ছিল। এর মধ্যে ১৩ কোটি টাকা এখনো বকেয়া রয়েছে। গ্রাহকের কাছ থেকে ২০১৮-২০১৯ সালে ৪ কোটি টাকা বিদ্যুৎ বকেয়া বিল আদায় করা হয়েছে। এর মধ্যে সরকারি অফিস আদালতে ৭ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া, পৌরসভায় ৪ কোটি টাকা ও সাধারণ গ্রাহকের নিকট ২ কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া আছে।

বাজিতপুর বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সালাউদ্দিন খান জানান, নিয়মতান্ত্রিক ভাবেই সকল বকেয়া বিদ্যুৎ বিল আদায় করা হবে।

Similar Posts

error: Content is protected !!