আমাদের নিকলী ডেস্ক ।।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মমতাজ বেগম (৫১) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (২৬ জুন ২০১৯) রাত সাড়ে ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে, বিকেলে উপজেলার চরকাওনা এলাকায় অটোরিকশার ধাক্কায় নাতিসহ তিনি গুরুতর আহন হন। নিহত মমতাজ বেগম পাকুন্দিয়া উপজেলার চরকাওনা এলাকার গোলাপ আমিনের স্ত্রী।
স্থানীয়রা জানান, বাড়ির পাশের রাস্তায় এক নাতিকে কোলে নিয়ে দাঁড়িয়ে ছিলেন মমতাজ। এসময় একটি অটোরিকশার নিচে তার অপর এক নাতিকে পড়তে দেখে এগিয়ে যান তিনি। এতে অটোরিকশার ধাক্কায় কোলের শিশুসহ গুরুতর আহত হন তিনি। এ অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মমতাজ বেগমের মৃত্যু হয়। আহত শিশুটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
সূত্র : বাংলানিউজ