রাষ্ট্রপতির কাছে স্বামীর চিকিৎসায় সাহায্য চান নিকলীর আফরোজা

মো: হেলাল উদ্দিন, বিশেষ প্রতিনিধি ।।

কিশোরগঞ্জের নিকলী উপজেলাস্থ নানশ্রী গ্রামের হতদরিদ্র পরিবারের মৃত আব্দুর রহমানের ছেলে মো: আলতাব উদ্দিন (৬০) হটাৎ স্ট্রোকে আক্রান্ত হন। এতে তার ডান হাত, ডান পা, অচল হয়ে যায়। দীর্ঘ সময় ধরে জেলার বিভিন্ন হাসপাতালে চলতে থাকে তার চিকিৎসা; কিন্তু কোনো উন্নতি হয়নি।

কায়িক পরিশ্রমে লোকটি জীবনে যা সঞ্চয় করেছিলেন চিকিৎসার পেছনে সব টাকা-পয়সা খরচ করে অবশেষে চিকিৎসার টাকা যোগাতে বিক্রি করেছেন মাথা গোঁজার একমাত্র ঠাঁই বসতবাড়ি। পরিবারে উপার্জন করার আর কেউ নেই। একমাত্র তার উপার্জিত অর্থে চলতো সংসার। ব্যক্তি জীবনে তিনি চার সন্তানের জনক। ২ মেয়ে ২ ছেলের মধ্যে জুয়েনা (১৮), রোজিনা (১১), আব্দুল্লাহ (৮) ও মোহাম্মদ আলী (৬)। জুয়েনার বিয়ে হলেও বাবার বাড়িতে ফেরত এসেছে। বর্তমানে নানশ্রী (বাঘুয়াখালী) শাহ আলমের বাড়িতে আশ্রীত অসহায় পরিবারটি।

অসহায় পরিবারটির খোঁজখবর নিতে তাদের বাড়িতে গেলে স্ত্রী আফরোজা বেগম এ প্রতিনিধিকে জানান, তার স্বামী স্ট্রোক করার পর থেকে কথা বলতে পারছেন না। ডাক্তার বলেছেন মাথায় রক্ত জমাট হয়ে গেছে। অপারেশন করলে ভালো হতে পারে। এর জন্য প্রায় ৩ লাখ টাকা প্রয়োজন। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছেন না। শত দুঃখ কষ্টের মাঝেও বাঁচাতে চান।

আফরোজা আরো জানান, আমাদের মহামান্য রাষ্ট্রপতি হাওরপিতা আব্দুল হামিদ এলাকার উন্নয়নে অনেক কাজ করছেন। আমাদের এলাকার রাষ্ট্রপতি তাঁর কাছে যাওয়ার আমার অবস্থা নেই। শুনেছি আপনি সাংবাদিক, তাই আপনার মাধ্যমে আমি স্বামীর চিকিৎসার জন্য রাষ্ট্রপতির কাছে সাহায্যের প্রার্থনা করছি। এমনকি দেশের বিত্তশালী মানুষের নিকট সে সাহায্যের আবেদন রইল। পরিবারের সদস্যদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার ০১৯৫৯০১৯৩৮৬।

বিষয়টি নিয়ে প্রতিবেশীদের সাথে কথা হলে তারা বলেন, দীর্ঘদিন যাবত আলতাব উদ্দিন অসুস্থ। কথা বলতে পারে না, যখন তার মাথায় ব্যথা হয় তখন এক ধরনের কান্নার মতো শব্দ করে থাকে যা ভালভাবে বোঝা যায় না। শব্দে বাড়ির লোকজন ঘুমাতে পারে না। আমরা এলাকাবাসী চিকিৎসার জন্য সাহায্য করেছি। বর্তমানে তার অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন তা শুনেছি।

Similar Posts

error: Content is protected !!