লাখাইয়ে মোবাইলের মাধ্যমে মোটর নিয়ন্ত্রণ ডিভাইস উদ্ভাবন

মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ) ।।

লাখাইয়ে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎচালিত মোটর চালু ও বন্ধ করার ডিভাইস উদ্ভাবন করেছেন আক্কাস আলী নামে উপজেলা পরিষদের একজন কর্মচারী।

দীর্ঘ ৬ মাস চেষ্টা চালিয়ে বৈদ্যুতিক মোটর চালু ও বন্ধ করার এই প্রযুক্তির ডিভাইসটির সফল উদ্ভাবনের পর লাখাই উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে লাখাই উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহিনা আক্তার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়াম্যান আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগমসহ স্থানীয় সাংবাদিকদের সামনে মোবাইল কলের মাধ্যমে একটি বিদ্যুৎচালিত মোটর চালু এবং বন্ধ করে প্রদর্শন করেন।

এ সময় তার উদ্ভাবিত ডিভাইসের মাধ্যমে সফলভাবে মোটর চালু ও বন্ধ করার মতো সাফল্যের জন্য উপস্থিত সকলেই ভূঁয়সী প্রশংসা করেন।

এ ব্যাপরে আক্কাস মিয়ার সাথে আলাপকালে তিনি জানান, দীর্ঘদিন যাবত স্থানীয়ভাবে ইলেক্ট্রিশিয়ান হিসাবে কাজ করেন। তার উদ্ভাবিত এই ডিভাইসটি ব্যবহারের মাধ্যমে সুইচ না টিপে যে কোন স্থান থেকে মোবাইল ফোন ব্যবহারের মাধ্যমে বৈদ্যুতিক সুইচ অফ/অন করা যাবে।

Similar Posts

error: Content is protected !!