ধামইরহাটে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।

নওগাঁর ধামইরহাটে ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ জুন রাতে অভিযান চালিয়ে উপজেলার জগদল গ্রামের মাদরাসার পাড়ার আতাউর রহমানের ছেলে মাহবুব হোসেনের (৪২) বাড়িতে অভিযান চালিয়ে ৫০ বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করে এএসআই সারোয়ার জাহান।

ধামইরহাট থানার ওসি জাকিরুল ইসলাম জানান, আটককৃত আসামি একজন মাদক ব্যবসায়ী। সে জগদল আদিবাসী স্কুল ও কলেজের সাবেক জিবি সদস্য। সামাজিক কিছু কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে গোপনে মাদক ব্যবসা চালানোই এদের কাজ। আটককৃক ফেন্সিডিল ব্যবসায়ী মাহবুব হোসেনকে ২৮ জুন সকালে নওগাঁ কোর্টে প্রেরণ করা হয়।

Similar Posts

error: Content is protected !!