মহসিন সাদেক, লাখাই (হবিগঞ্জ ) ।।
লাখাইয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত অবস্থায় ওই কৃষি কর্মকর্তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান তাকে লাঞ্ছিত করার অভিযোগ অস্বীকার করে বলেন, তার সাথে বাক-বিতণ্ডার ঘটনা ঘটেছে।
হাসাপাতালে চিকিৎসাধীন কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, খাদ্য অধিদপ্তর সাইলো (প্লাস্টিকের ড্রাম) স্থানীয় গরীব জনসাধারণের মাঝে বিতরণের জন্য বরাদ্দ দেয়। উপজেলার ৪নং ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন তার পছন্দের লোকদেরকে ড্রাম দিতে কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামকে বলেন। কিন্তু কৃষি কর্মকর্তা চেয়ারম্যানের পছন্দের লোকজনকে না দেয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে উঠেন। গত বৃহস্পতিবার বিকাল ৫টায় কাজ শেষে বাড়ি যাওয়ার পথে উপজেলা পরিষদের ফটকের সামনের রাস্তায় চেয়ারম্যান ও তার লোকজন ওই কৃষি কর্মকর্তার ওপর হামলা করেন। এতে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে লাখাই থানা ওসিসহ একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এনামুল হক মামুন হামলার অভিযোগ অস্বীকার করে বলেন, খাদ্য অধিদপ্তর কর্তৃক সাইলো (প্লাস্টিকের ড্রাম) বিনামূল্যে দরিদ্র মানুষদের দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে। এ হিসাবে ৪৬০ জন লোকের তালিকা দিয়ে তিনি পবিত্র হজ্বে চলে যান। হজ্ব থেকে এসে দেখেন তার দেয়া তালিকা বাদ দিয়ে কতিপয় ইউপি সদস্যের কথা মতো সাইফুল ইসলাম ১৩০ জনের কাছ থেকে জনপ্রতি ২শ’ টাকা করে নিয়ে এসব ড্রাম বিতরণ করেন। এ নিয়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তার সাথে তার বাক-বিতণ্ডা হলেও কোনো হামলার ঘটনা ঘটেনি।
এ ব্যাপারে লাখাই থানা ওসি এমরান হোসেন জানান, বিষয়টি তিনি শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে যদি কেউ অভিযোগ দেয় তাহলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।