জারইতলার ফারুখ মিয়ার মানবিক আবেদন

শেখ মোবারক হাসাইন সাদী, নিজস্ব প্রতিনিধি ।।

নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের কামালপুর গ্রামের হতদরিদ্র পরিবারের মৃত শুক্কুর আলীর ছেলে মোঃ ফারুখ মিয়া (৩৫) সম্প্রতি সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন।

জানা যায়, তিনি করগাঁও থেকে পায়ে হেঁটে শুঁটকি (বিক্রয়ের জন্য) কিনে নিয়ে যাওয়ার পথে পেছন থেকে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় কোমর ভেঙ্গে যায়। ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলার পর ব্যয়ভার বহনের সামর্থ্য হারায় পরিবারটি। এ অবস্থায় চিকিৎসার মাঝপথেই বাড়িতে ফিরে আসতে বাধ্য হয়।

ব্যক্তিজীবনে তিনি দুই মেয়ে সন্তানের জনক।

প্রবল আর্থিক সঙ্কটে পড়ে ফারুখ মিয়ার চিকিৎসায় পরবর্তী করণীয় জানতে হাসপাতালেও যেতে পারছেন না। ডাক্তারের পরামর্শ নিতে না পারায় কিভাবে এবং কত টাকা ব্যয় হতে পারে তার সুস্থ হয়ে উঠতে তাও জানাতে পারছেন না তার পরিবারের সদস্যরা।

জারইতলা ইউনিয়নের “কামালপুর স্টুডেন্টস অ্যাসোসিয়েশন” নামে একটি সামাজিক সংগঠন এরই মধ্যে সাহায্যের হাত বাড়িয়েছে। তারা নিজেদের ফান্ড এবং স্থানীয় পর্যায়ে কিছু অর্থ যোগাড় করে ফারুখ মিয়ার হাতে তুলে দেন। সংগঠনের একজন পরিচালক জানান, তার চিকিৎসাটা দীর্ঘমেয়াদি ও ব্যয়সাপেক্ষ। আমরা ক্ষুদ্র পরিসরে যতটা সম্ভব চেষ্টা করেছি। এভাবে সমাজের আরো অনেকে এগিয়ে এলে হয়তো ফারুখ মিয়ার সুস্থতার সাথে সাথে পরিবারটিও ঘুরে দাঁড়াতে পারবে।

অসুস্থ ফারুখ মিয়াকে দেখতে গেলে “আমাদের নিকলী ডটকম” প্রতিনিধিকে জানান, “দুর্ঘটনায় পঙ্গু হয়ে যাওয়ায় আমার পরিবারটি এখন পথে বসার উপক্রম। একদিকে সংসারের সাধারণ খরচ যোগাতেই হিমশিম খেতে হচ্ছে, অন্যদিকে আমার চিকিৎসা। আর্থিক সঙ্কটে পড়ে চিকিৎসা প্রায় বন্ধই রয়েছে। এ অবস্থায় আমি উপজেলা পরিষদ চেয়ারম্যান, স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করছি। আমি বাঁচতে চাই। আমাকে সহযোগিতা করুন।”

Similar Posts

error: Content is protected !!