ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
সম্প্রতি বরগুনায় প্রকাশ্য দিবালোকে সরকারি কলেজ চত্বরে স্ত্রীর সামনে রিফাত শরীফকে হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
রোববার সকাল ১১টায় সেচ্ছাসেবী সামাজিক সংগঠন “মানব সেবা”র আয়োজনে ধামইরহাট উপজেলা প্রেসক্লাবের সামনে এই কর্মসূচি পালিত হয়। এতে সমাজের সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, পৌর কাউন্সিলর মো. মুক্তাদিরুল হক, উপজেলা শাখার যুবলীগের সভাপতি মো. জাবেদ হোসেন মৃদু, আওয়ামী লীগ নেত্রী আনজু আরা, উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা এম.কে. জিন্নাহ চৌধুরী, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, মানবসেবা সংগঠনের সভাপতি রাসেল মাহমুদ, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম, সদস্য মাসুদ রানা, পিহাম, সাংবাদিক অরিন্দম মাহমুদ, ব্যবসায়ি মুন্নাফ হোসেন, আবু সাঈদসহ আরো অনেকে।
মানববন্ধনে বক্তারা রিফাত শরীফকে নৃশংসভাবে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানান।