ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে রাষ্ট্রীয় কোষাগার সরকারি সকল সুবিধা প্রাপ্তির দাবিতে ধামইরহাট পৌরসভায় ২ দিনের কর্মবিরতি পালন শুরু হয়েছে।
১ ও ২ জুলাই সারাদেশের মতো ধামইরহাট পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে সংগঠনের সভাপতি হাবিবুল হাসানের সভাপতিত্বে সকাল ৯টা থেকে কর্মবিরতি শুরু হয়।
কর্মবিরতি চলাকালে নওগাঁ জেলা পৌর সার্ভিস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক একেএম জুয়েল, কমিটির ধামইরহাট পৌর শাখার সহ-সভাপতি মোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, স্যানিটারি ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান, প্যানেল মেয়র ইব্রাহীম হোসেন, কাউন্সিলার মুক্তাদিরুল হক, দেওয়ান আ. রউফ. আ. হাকিম মণ্ডল প্রমুখ তাদের দাবি-দাওয়া তুলে ধরে বক্তব্য রাখেন।
কর্মবিরতি চলমান থাকায় পৌর এলাকায় বিভিন্ন সমস্যায় ভুগছে পৌরবাসী। আগামীকাল ২ জুলাই নওগাঁ জেলা প্রেস ক্লাব অভিমুখে যাত্রা কর্মসূচি রয়েছে বলে জানান কর্মবিরতি পালনকারীরা।