মহাস্থান হযরত শাহ সুলতান বলখী(রঃ) আলিম মাদ্রাসায় নবীনবরণ

মহাস্থান (বগুড়া) প্রতিনিধি ।।

মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রঃ) আলিম মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান ২০১৯ অনুষ্ঠিত।

সোমবার মহাস্থান হযরত শাহ সুলতান বলখী (রঃ) আলিম মাদ্রাসায় নবীন শিক্ষার্থীদের বরণ ২০১৯ অনুষ্ঠিত। এতে অত্র মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ফিরোজ আহম্মেদ রিজু।

বিশেষ অতিথি ছিলেন মিজানুর রহমান খান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, শিবগঞ্জ, বগুড়া। প্রথম দিনে প্রথম ক্লাসে সবক প্রদান করেন হযরত মাওলানা মুহাম্মদ প্রফেসর খাইখ নজরুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সরকারী মোস্তফাবিয়া আলিয়া মাদ্রসা, বগুড়া।

অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ১২নং রায়নগর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনী চেয়ারম্যান পদ প্রার্থী শফিকুল ইসলাম শফিক, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন লালু, অত্র মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ।

Similar Posts

error: Content is protected !!