মো: আল আমিন, বিশেষ প্রতিনিধি ।।
পায়ুপথে করে ইয়াবা পাচারের সময় কিশোরগঞ্জে মো: মামুন মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ মঙ্গলবার (২ জুলাই ২০১৯) সকালে জেলা শহরের উকিলপাড়া এলাকা থেকে র্যাব-১৪, সিপিসি-২ এর একটি অভিযানিক দল তাকে আটক করে। মামুন করিমগঞ্জ উপজেলার রামনগর গ্রামের মো: ইদ্রিস আলীর ছেলে।
র্যাব জানিয়েছে, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে টেকনাফ ও কক্সবাজার থেকে পায়ুপথে বিশেষ পদ্ধতিতে ইয়াবা বহন করে কিশোরগঞ্জের বিভিন্ন স্থানে পাচার করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতারের জন্য র্যাব গোয়েন্দা নজরদারী শুরু করে। মঙ্গলবার সকালে মামুন মিয়া কক্সবাজার থেকে পেটে করে একটি চালান নিয়ে কিশোরগঞ্জ শহরে আসে বলে র্যাব তথ্য পায়। এর প্রেক্ষিতে কিশোরগঞ্জ র্যাবের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার এম শোভন খান-এর নেতৃত্বে র্যাবের একটি দল শহরের উকিলপাড়া এলাকায় অভিযান চালায়।
এ সময় মামুনকে আটক করে তার পরিহিত প্যান্টের পিছনের পকেট থেকে অল্প পরিমাণ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। ধারণা করা হচ্ছিল তার পেটে ইয়াবা আছে। পরে মামুনকে গ্রেফতার করে হাসপাতালে নিয়ে পরীক্ষা করলে তাঁর পেটে থাকা ইয়াবার অস্তিত্ব পাওয়া যায়। ডাক্তারের পরামর্শে ওষুধ খাওয়ানো হলে মামুন পায়ুপথ দিয়ে পেটের ভেতরে রাখা পলিথিনে মোড়ানো ৪ হাজার ১২৫ পিস ইয়াবা বিশেষ কৌশলে বের করে দেন।
র্যাব কমান্ডার শোভন খান জানান, “উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।”