ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি ।।
নওগাঁর ধামইরহাটে বাংলাদেশে শিশুদের নেতৃত্বদানকারী শিশু সংগঠন “ধামইরহাট শিশু ফোরাম”-এর উদ্যোগে ২০২০ সালকে শিশু সুরক্ষা দিবস ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১২টায় শিশু ফোরামের সভাপতি জাহিদ ইকবাল ও সস্পাদক শারমিন আকতার উপজেলা নির্বাহী অফিসার গনপতি রায়কে স্মারকলিপি হস্তান্তর করেন।
এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাবিনা এক্কা, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার তন্ময় সাংমা, জুনিয়র প্রোগ্রাম অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।